Loading…

আমাদের সম্পর্কে জানুন


বাংলাদেশের শিক্ষার্থী , সদ্য গ্র্যাজুয়েট এবং পেশাজীবিদের  জন্য ongkobiggan.com একটি পরিপূর্ণ শিক্ষণ মিডিয়া ।

আমাদের প্রাথমিক/প্রধান লক্ষ্য হলো—

ক. সমগ্র বাংলাদেশের সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মানসম¥ত শিক্ষাকে সহজ, সম্পূর্ণ এবং অনন্য করে তোলা।

খ. মানসম্মত শিক্ষণ বিষয়বস্তু সরবরাহ করা, অনুক্রমিকভাবে শিক্ষণ ব্যবস্থাপনা এবং মানসম¥ত মূল্যায়ন নিশ্চিত করা, যাতে শিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে ছাত্ররা প্রাথমিক স্তর থেকেই দক্ষ হয়ে ওঠে।

গ. বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, নর্থসাউথ ইউনিভার্সিটি এবং  বাংলাদেশের অন্যান্য শীর্ষস্থানীয় বিশ^বিদ্যালয়ের শীর্ষস্থানীয় কন্টেন্ট ডেভেলপার/ইন্সট্রাক্টর দ্বারা কোর্স প্রণয়ণ।

ঘ. সমন্বিত এবং সম্পূর্ণ শিক্ষণ ব্যবস্থা যা শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার  পরেই  সামগ্রিক শিক্ষণ মাধ্যম নিশ্চিত করে।

ঙ. Ongkobiggan.com সকল স্তরের শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে নির্বিঘ্নে শিক্ষণের মানসম্মত বিষয়বস্তু সরবরাহ করে।

চ. Ongkobiggan.com  শিক্ষার্থীদেরকে পড়ালেখা এবং শিক্ষায় নিয়মিত করে তোলে।

ছ. আমাদের কোর্সগুলো/ পাঠধারাগুলো শিক্ষার্থীদের পরবতীর্ স্তরের শিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলে।