সকল প্রকার একাডেমিক কোর্স ( চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) ,স্কিল ডেভেলপমেন্ট কোর্স, প্রতিযোগিতামূলক পরীক্ষার কোর্স , চাকুরির পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্সগুলো এই প্ল্যাটফর্মে অফার করা হয়েছে।
বাংলা এবং ইংরেজি ভার্সনের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির কোর্সগুলো বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ( NCTB) কর্তৃক প্রণিত সিলেবাস অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে, ইংরেজি মিডিয়াম এর কোর্সগুলো এডেক্সেল ও কেমব্রিজ কর্তৃক প্রণিত সিলেবাস অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে।
কোর্সগুলো অধ্যায়ভিত্তিক সকল টপিকের অডিও-ভিডিও লেকচার এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। দেশসেরা কোর্স ইন্সট্রাকটরদের দিকনির্দেশনায় বিষয় ভিত্তিক দক্ষতা, পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল প্রাপ্তিসহ একজন দক্ষ স্কলার হিসেবে গড়ে তোলার প্রয়াসে কোর্সগুলো প্রস্তুত করা হয়েছে।হয়েছে। শিক্ষার্থীদের যে কোন সমস্যা তারা ইমেইল অথবা চ্যাট অপশনের মাধ্যমে আমাদের নিকট প্রেরন করতে পারবেন।
এটি আপনার “Cookies Acceptance” এবং “Remind The Password” অপশন এক্টিভেশনের উপর নির্ভর করে।Cookies Acceptance আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে উন্নত করবে এবং আপনাকে সরাসরি কোর্সে নিয়ে যাবে। এক্ষেত্রে কোর্স নেভিগেশন পেইজ আপনাকে পুর্ববর্তী ছেড়ে যাওয়া পেইজে নিয়ে যাবে।
একাডেমিক কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ অনুসারে এক্সেস পাবেন। স্কিল ডেভেলপমেন্ট এর কোর্স এর ক্ষেত্রে কোর্সভিত্তিক এক্সেস পিরিয়ড জানানো হবে
শিক্ষার্থীরা যে কোর্স ক্রয় করবে সে কোর্সের সাথে সংশ্লিষ্ট লাইভ ক্লাসে অংশগ্রহণের সুযোগ পাবে। আবার, শুধুমাত্র লাইভ ক্লাস ক্রয়ের সুযোগও থাকবে
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময়ে এ বিষয়ে জানানো হবে।
আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে অফলাইন বা অনলাইন শিক্ষণ ই সমন্বিত শিক্ষণ । ongkobiggan.com তার রেজিস্টার্ড ব্যবহারকারীদের জন্য রেকর্ডেড অডিও-ভিডিও লেকচার, লাইভ ক্লাস অফার করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে কোন প্রশ্ন ও সন্দেহ দূর করতে পারবে।
বিভিন্ন কোর্সের রেজিস্টার্ড ইউজাররা ঐ কোর্স সংশ্লিষ্ট পরীক্ষাগুলোতে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও শুধুমাত্র পরীক্ষা ক্রয়ের ব্যবস্থা থাকবে। পরীক্ষাগুলো হবে উদ্ভাবনীমূলক যার মাধ্যমে ছাত্ররা চূড়ান্ত পরীক্ষায় ভালো করার দৃঢ় আত্মবিশ্বাস পাবে।
বহুনির্বাচনী প্রশ্ন ভিত্তিক পরীক্ষাগুলোর ফলাফল এবং প্রাপ্ত নম্বর তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হবে। বর্ণনামূলক প্রশ্নের উত্তর এবং প্রাপ্ত নম্বর দক্ষ শিক্ষকদের দ্বারা মূল্যায়নের পর শিক্ষার্থীদের কাছে প্রকাশ করা হবে।
বিভিন্ন কোর্সের মেয়াদকাল বিভিন্ন হবে।
চতুর্থ -অষ্টম শ্রেণির একাডেমিক কোর্সের মেয়াদকাল- ১ বছর
নবম-দ্বাদশ শ্রেণির একাডেমিক কোর্সের মেয়াদকাল- ২ বছর
স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোর মেয়াদকাল- ২ বছর
প্রতিযোগিতামূলক পরীক্ষাভিত্তিক কোর্সগুলোর মেয়াদকাল- ২ বছর
কোন কোর্স, পরীক্ষা , বান্ডেল কোর্স , লাইভ ক্লাসের জন্য একবার পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে কোন রিফান্ড করা হয় না।
This site uses cookies to enhance user experience. see
কুকি নীতি