সর্বশেষ আপডেট করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২১
এ শর্তাবলী যেকোনো বিক্রয় কার্যক্রম ,বিক্রয় প্রতিশ্রুতি, বিনামূল্যে প্রবেশাধিকার, ডাটা এক্সেস , প্রবেশাধিকার এর সময়, পেমেন্ট পদ্ধতি, পেমেন্ট নিশ্চিত করণ, সার্ভিস নোটিফিকেশন পাঠানো, ট্রাবলশুটিং ,তথ্য সুরক্ষা এবং নীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি ongkobiggan.com এর উল্লিখিত শর্তাবলীর সাথে একমত।
একাডেমিক এডভান্সমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং পেশাদারিত্বের উৎকর্ষের জন্য আমরা একটি মানসম্মত এবং স্বল্প ব্যয়ের ২৪/৭ লার্নিং প্লাটফর্ম পরিচালনা করছি। প্রশিক্ষণের একটি পদ্ধতিগত এবং ধাপ ভিত্তিক পদ্ধতি অনুসরণ করছি আমরা। আমরা শিক্ষণ পদ্ধতি ইন্টারেক্টিভ করেছি। কোন অধ্যায়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা মৌলিক চিন্তা পদ্ধতির উপর আলোকপাত করে থাকি। অনুক্রমিক শিক্ষণ ব্যবস্থা, কোর্স চলাকালীন চলমান মূল্যায়ন, এবং কোর্স শেষে চূড়ান্ত মূল্যায়ন নিশ্চিত করা হয়। এটা সর্বোত্তম জ্ঞানের সাথে সর্বোত্তম ফলাফলের জন্য একটি একক শিক্ষণ উৎস সুনিশ্চিত করে।
মালিকানাধীন সম্পত্তি যা এই তালিকার মধ্যে সীমাবদ্ধ নয় —বিষয়বস্তু,লিখা, অডিও—ভিজুয়াল প্রেজেন্টেশন, টেমপ্লেট, অ্যাপস, ওয়েবসাইটসমূহ , ট্রেডমার্ক,নাম ,সফটওয়্যার, কণ্ঠস্বর, চিত্র, ছবি , হোস্টিং, সব রকম ভিডিও প্রোডাকশন, মার্কেটিং উপকরণ, প্রতীক ongkobiggan.com অ্যাপ্লিকেশন, সেবাসমূহ কোম্পানির মালিকানাধীন সম্পত্তি; কোম্পানি থেকে পূর্বানুমতি ব্যাতিরেকে কোন মালিকানাধীন তথ্যই নকল করা ডাউনলোড,পুনর্নির্মাণ, রূপান্তর, পুনঃপ্রকাশ ,আপলোড বা পোস্ট করা, সম্প্রচার বা বিতরণ কোন ভাবেই সম্ভব নয়। ব্যবহারকারীকে এই অ্যাপ্লিকেশনের বা ওয়েবসাইটের বা সেবাসমূহের কোন প্রকার লাইসেন্স বা অন্যরকম অধিকার,ইন্টারেস্ট বা টাইটেল অথবা কোন রকম বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার; ব্যবহার করার কারণে বা ব্যবহারের মাধ্যমে প্রদান করা হয় না। বিষয়বস্তু,ফী,যোগাযোগ প্রক্রিয়া ,তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য চাওয়া সম্পর্কিত যেকোন শর্তাবলী যেকোনো সময় পরিবর্তনের অধিকার আমরা সংরক্ষণ করি। এই সাইটে বা অ্যাপসে প্রবেশ ড়হমশড়নরমমধহ.পড়স পলিসি, গোপনীয়তা পলিসি, কুকি পলিসি এবং এই শর্তাবলী দ্বারা নিয়ন্ত্রিত হবে।
তথ্য সঠিকতা
আমাদের সাইটে(ongkobiggan.com) রেজিস্ট্রেশন ,সাইট ব্যবহার বা আমাদের প্রোডাক্ট ও সার্ভিস ব্যবহারের সময় সঠিক তথ্য প্রদান আপনার দায়িত্ব। বিভ্রান্তিকর তথ্য প্রদান আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ঠেলে দিবে। আপনার তথ্য সুরক্ষার বিষয়ে আমরা কঠোরভাবে অঙ্গীকারাবদ্ধ। অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা বিধি পড়ুন।
প্রবেশাধিকার
কিছু কিছু প্রোডাক্ট এবং সার্ভিসে প্রবেশের ক্ষেত্রে আলাদা নীতিমালা রয়েছে যা ওই প্রোডাক্ট ও সার্ভিস এর সাথে সম্পর্কিত। যেমন কোন কোর্স প্রকাশ করার ক্ষেত্রে কোর্স ইন্সট্রাক্টরের সাথে আলাদাভাবে আলোচনার মাধ্যমে নিয়ম—নীতি ঠিক করা হবে। একটি উত্তম শিখন প্রক্রিয়া মনিটরিং এবং মূল্যায়নের জন্য কোম্পানি আপনার কর্মকান্ড নথিবদ্ধ করার অধিকার সংরক্ষণ করে। যা আইনগতভাবে নিষিদ্ধ , আইন বিরোধী, ক্ষতিকর, হুমকিমুলক, আপত্তিজনক, অপমানকর, হয়রানিকর, মানহানিকর, নির্যাতনমুলক, মানসিক দিক থেকে চাপময়, কুরুচিপূর্ণ, বর্ণবাদী এ ধরনের কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের বিষয়ে কোনো ব্যবহারকারী অনুমোদনপ্রাপ্ত নয় । জাতিগত বা অন্য কোনভাবে আপত্তিজনক ,জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহিংসতায় সম্পৃক্ততা, অন্য কোনো ব্যবহারকারীকে বিরক্ত করা ইত্যাদি কর্মকাণ্ড আমাদের সাইট, অ্যাপস, প্রোডাক্ট ,সার্ভিস এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় কঠোরভাবে নিষিদ্ধ।
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন
এই সাইট এবং অ্যাপ বাংলাদেশ কপিরাইট আইন— ২০০০, পেটেন্ট, ডিজাইন আইন— ১৯১১, এবং পরবর্তী সকল সংশোধনসহ এবং ডিজাইন পেটেন্ট এবং ট্রেডমার্ক আইন ২০০৯ দ্বারা নিয়ন্ত্রিত, এবং এটা সাইট ও অ্যাপস এর সমস্ত প্রোডাকশন, সম্পত্তি, ছবি, লোগো ও থিম এর বুদ্ধিবৃত্তিক অধিকার সংরক্ষণ করবে।
পেমেন্ট
কোর্সগুলোতে প্রবেশ করার পূর্বেই কোর্স ফি প্রদান করতে হবে এবং কোর্স ফি , ভ্যাট ও সকল প্রকার ট্যাক্স যুক্ত। এনবিআর এর প্রযোজ্য ভ্যাট, এ আই টি এবং অন্যান্য কর সম্পর্কিত আইনের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাকে চার্জ করা ফী এর ইনভয়েস সবিস্তারে যেমন কতটুকু ফী, কতটুকু ভ্যাট , কতটুকু ট্যাক্স তা সহকারে পাঠানো হবে। ভ্যাট সংগ্রহ ,জমাদান এবং এ সম্পর্কিত একাউন্টস ব্যবস্থাপনা ও নথিবদ্ধ করার ক্ষেত্রে আমরা সরকারের কোষাগার হিসেবে কাজ করি।
বিনামূল্যে এক্সেস/ বিনামূল্যের কোর্স
একটি নির্দিষ্ট সময়ের জন্য কোন কোর্স এর ক্ষেত্রে আমরা বিনামূল্যে প্রবেশাধিকার প্রদান করতে পারি। কোন কোর্স মূল্যায়নের জন্য আমরা ২/৪ সপ্তাহের জন্যে বিনামূল্যে প্রবেশাধিকার প্রদান করতে পারি এবং রেজিস্টার্ড, পেইড ব্যবহারকারীরা ওই সমস্ত কোর্স এর বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন। যদি পেমেন্ট এবং হিসাব—নিকাশে কোন ভুল পাওয়া যায় তা হলে তৎক্ষণাৎ আপনাকে ইমেইল অথবা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। পেমেন্ট প্রদানকারীর পক্ষ থেকে নিশ্চিত ভাবে পেমেন্ট প্রদানের উপর আমাদের পক্ষ থেকে পেমেন্ট কনফার্মেশন নির্ভরশীল। সেজন্য পেমেন্ট কনফার্মেশন চেক করা এবংইনভয়েস সংগ্রহ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এ সম্পর্কিত তথ্য আপনার প্রোফাইলে সংরক্ষণ করা করা হবে এবং ই— মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে।
রিফান্ড পলিসি
রিভিউ করার পর এবং বিনামূল্যে প্রবেশাধিকার পাওয়ার পর পেইড কোর্সে রেজিস্টার্ড হলে তার ফি ফেরত যোগ্য নয়। কোর্স ডিটেইলসে লিখিত রিফান্ড শর্তাবলী পড়ার জন্য অনুরোধ করছি।
সার্ভিসের সহযোজ্যতা
সমস্ত প্রকার পিসি, ট্যাবলেট, স্মার্টফোন, নোটপ্যাডে যাতে সাইট এবং অ্যাপ ব্যবহার করা যায় সেভাবেই সাইট এবং অ্যাপ ডেভেলপ করা হয়েছে। ইন্টারনেট স্পিড এবং আইএসপি ব্যান্ডউইডথের উপর প্রদর্শিত তথ্যের গুণগত মান নির্ভর করবে।
রেজিস্ট্রেশনের রিকোয়েস্ট পাঠানো এবং শর্তাবলী মেনে নেয়ার মাধ্যমে ব্যবহারকারী তাকে আপডেট পাঠানোর, অ্যাপ্লিকেশন তথ্য, নতুন ব্যবসায়িক তথ্য, সামাজিক মাধ্যম তথ্য, নোটিফিকেশন, ক্যালেন্ডার ইনভাইটেশন পাঠানোর অনুমতি আমাদেরকে প্রদান করছে বলেই আমরা ধরে নিচ্ছি।
আপনাকে শর্তাবলী স্বীকার করা এবং মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি।